Wellcome to National Portal
Main Comtent Skiped

Safe Home at a glance

শিশু আইন, ১৯৭৪ বা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ বা অন্য কোন আইনের সংস্পর্শে আসা আদালতের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষমান অভিভাবকহীন/নিরাপত্তাহীন নারী, শিশু ও কিশোরীদের ন্যায়বিচার প্রাপ্তির লক্ষ্যে নিরাপদ আবাসিক সুবিধাসহ ভরনপোষন, শিক্ষা বৃত্তিমূলক প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, বিনোদন ও পুনর্বাসন সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের ৬ বিভাগে ৬টি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। বিচারাধীন অবস্থায় মহিলা ও কিশোরীদেরকে জেলখানার পরিবেশ থেকে মুক্ত করে সুন্দর পরিবেশে থাকা খাওয়ার বন্দোবস্তসহ নিরাপদ অবস্থানের নিশ্চয়তা বিধান করাই হচ্ছে এ কার্যক্রমের মূল লক্ষ্য।

ক্রমিক নম্বর

বিষয়

বিবরণ

প্রতিষ্ঠানের নাম

মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র( সেফ হোম), বাগেরহাট।

প্রতিষ্ঠান প্রতিষ্ঠার তারিখ

২৮/০৬/২০০৩

প্রতিষ্ঠানের অবস্থান

দশানী পঁচাদিঘীরপাড়, বাগেরহাট নিরিবিলি ফাঁকা জায়গায় পাকা প্রাচীর বেষ্টিত ৬৪ শতাংশ জমির উপর প্রতিষ্ঠানটি অবস্থিত।

নিরাপদ আবাসন কেন্দ্র(সেফ হোম) এর লক্ষ্য ও উদ্দেশ্য

ক) ভিকটিমদের নিরাপত্তার সাথে রক্ষণাবেক্ষন ও ভরন পোষণ।

খ) ভিকটিমদের চিকিৎসা, স্বাস্থ্যরক্ষা ও স্বাস্থ্য শিক্ষা।

গ) বিজ্ঞ আদালতের আদেশে প্রয়োজনীয় হাজিরা নিশ্চিতকরণ।

ঘ) ধর্মীয়,নৈতিক ও শিষ্টাচার সংক্রান্ত শিক্ষা।

ঙ) ভিকটিমদের সাধারন শিক্ষা ও কারিগরী প্রশিক্ষণ।

চ) ভিকটিমদের বিনোদন, ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকান্ড   বাস্তবায়ন।

ছ) ভিকটিমদের কেইস ওয়ার্ক ও মূল্যায়ন।

জ) ভিকটিমদের আদালতের সিদ্ধান্ত মোতাবেক অবমুক্তি ও বৈধ অভিবাবকের নিকট পূর্নবাসন।

ঝ) পূর্নবাসিত ভিকটিমদের অনুসরন।

সরকার অনুমোদিত আসন সংখ্যা

সর্বমোট ৫০ জন।

জুলাই ২০২১ পর্যন্ত ভর্তিকৃত নিবাসী সংখ্যা

১৯৩৩

জুলাই ২০২১ পর্যন্ত জামিনে মুক্ত নিবাসীর সংখ্যা

১৮৫৬

বর্তমাণ ভিকটিম নিবাসীর সংখ্যা

৭৭ জন (  মানসিক প্রতিবন্ধী ২৬ জন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ১২ জন ,শারীরিক প্রতিবন্ধী ১১জন এবং সুস্থ ভিকটিম ২৮ জন)

প্রতিষ্ঠানের অবকাঠামো

ডরমেটরী ভবন-০২টি

প্রশাসনিক ভবন-০১টি

বিনোদন রুম- ০১ টি

ডাইনিং রুম- ০১ টি

রান্না ঘর- ০১ টি

টিনসেড পুলিশ ব্যারাক- ০১টি

পুলিশ গার্ডরুম – ০১ টি

টিনসেড বড় ডরমেটরী একতলা ভবন- ০১ টি

(আনসারদের আবাসনে আংশিক ব্যবহৃত)

১০

নিরাপত্তা প্রদানকারী

মহিলা আনসার- ১১জন

পুলিশ          - ৪ জন

১১

আর্থিক বিষয়(ভিকটিম প্রতি মাসিক খরচ)

খাদ্য ও জ্বালানী             : ৩০০০/=

শিক্ষা সহায়ক উপকরণ ও খেলাধুলা সামগ্রী :২০০/=

প্রশিক্ষণ  (খন্ডকালীন শিক্ষকভাতাসহ)    

সাধারণ পোশাক পরিচ্ছদ           :৩০০/=

প্রশিক্ষণ             :২৫০/=

চিকিৎসা              :১০০/=

তৈল,সাবান, ফিনাইল,ব্লিচিং পাউডার ইত্যাদি  : ১৫০/=

মোট            :৪০০০/=

     

 

১২.   প্রতিষ্ঠানের জনবলের বিবরণঃ

 

ক্র.নং

পদের নাম

মঞ্জুরীকৃত পদের সংখ্যা

কর্মরত পদের সংখ্যা

শুন্য পদের সংখ্যা

মন্তব্য

উপ-তত্ত্বাবধায়ক

০১

০১

-

 

খন্ডকালীন ডাক্তার

০১

০১

-

 

অফিস সহাকারী কাম গুদাম রক্ষক

০১

শুন্য

০১

 

নার্স

০১

০১

-

 

ড্রাইভার

০১

০১

-

 

প্রশিক্ষক  

০১

শুন্য

০১

 

নিরাপত্তা প্রহরী

০১

০১

-

 

গার্ড

০১

শুন্য

০১

 

আয়া

০২

০১

০১

 

১০

বাবুর্চি

০২

০১

০১

 

১১

পরিচ্ছন্নতা কর্মী

০১

শুন্য

০১

 

মোট

১৩

০৭

০৬