শিশু আইন, ১৯৭৪ বা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ বা অন্য কোন আইনের সংস্পর্শে আসা আদালতের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষমান অভিভাবকহীন/নিরাপত্তাহীন নারী, শিশু ও কিশোরীদের ন্যায়বিচার প্রাপ্তির লক্ষ্যে নিরাপদ আবাসিক সুবিধাসহ ভরনপোষন, শিক্ষা বৃত্তিমূলক প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, বিনোদন ও পুনর্বাসন সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের ৬ বিভাগে ৬টি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। বিচারাধীন অবস্থায় মহিলা ও কিশোরীদেরকে জেলখানার পরিবেশ থেকে মুক্ত করে সুন্দর পরিবেশে থাকা খাওয়ার বন্দোবস্তসহ নিরাপদ অবস্থানের নিশ্চয়তা বিধান করাই হচ্ছে এ কার্যক্রমের মূল লক্ষ্য।
ক্রমিক নম্বর |
বিষয় |
বিবরণ |
১ |
প্রতিষ্ঠানের নাম |
মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র( সেফ হোম), বাগেরহাট। |
২ |
প্রতিষ্ঠান প্রতিষ্ঠার তারিখ |
২৮/০৬/২০০৩ |
৩ |
প্রতিষ্ঠানের অবস্থান |
দশানী পঁচাদিঘীরপাড়, বাগেরহাট নিরিবিলি ফাঁকা জায়গায় পাকা প্রাচীর বেষ্টিত ৬৪ শতাংশ জমির উপর প্রতিষ্ঠানটি অবস্থিত। |
৪ |
নিরাপদ আবাসন কেন্দ্র(সেফ হোম) এর লক্ষ্য ও উদ্দেশ্য |
ক) ভিকটিমদের নিরাপত্তার সাথে রক্ষণাবেক্ষন ও ভরন পোষণ। খ) ভিকটিমদের চিকিৎসা, স্বাস্থ্যরক্ষা ও স্বাস্থ্য শিক্ষা। গ) বিজ্ঞ আদালতের আদেশে প্রয়োজনীয় হাজিরা নিশ্চিতকরণ। ঘ) ধর্মীয়,নৈতিক ও শিষ্টাচার সংক্রান্ত শিক্ষা। ঙ) ভিকটিমদের সাধারন শিক্ষা ও কারিগরী প্রশিক্ষণ। চ) ভিকটিমদের বিনোদন, ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকান্ড বাস্তবায়ন। ছ) ভিকটিমদের কেইস ওয়ার্ক ও মূল্যায়ন। জ) ভিকটিমদের আদালতের সিদ্ধান্ত মোতাবেক অবমুক্তি ও বৈধ অভিবাবকের নিকট পূর্নবাসন। ঝ) পূর্নবাসিত ভিকটিমদের অনুসরন। |
৫ |
সরকার অনুমোদিত আসন সংখ্যা |
সর্বমোট ৫০ জন। |
৬ |
জুলাই ২০২১ পর্যন্ত ভর্তিকৃত নিবাসী সংখ্যা |
১৯৩৩ |
৭ |
জুলাই ২০২১ পর্যন্ত জামিনে মুক্ত নিবাসীর সংখ্যা |
১৮৫৬ |
৮ |
বর্তমাণ ভিকটিম নিবাসীর সংখ্যা |
৭৭ জন ( মানসিক প্রতিবন্ধী ২৬ জন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ১২ জন ,শারীরিক প্রতিবন্ধী ১১জন এবং সুস্থ ভিকটিম ২৮ জন) |
৯ |
প্রতিষ্ঠানের অবকাঠামো |
ডরমেটরী ভবন-০২টি প্রশাসনিক ভবন-০১টি বিনোদন রুম- ০১ টি ডাইনিং রুম- ০১ টি রান্না ঘর- ০১ টি টিনসেড পুলিশ ব্যারাক- ০১টি পুলিশ গার্ডরুম – ০১ টি টিনসেড বড় ডরমেটরী একতলা ভবন- ০১ টি (আনসারদের আবাসনে আংশিক ব্যবহৃত) |
১০ |
নিরাপত্তা প্রদানকারী |
মহিলা আনসার- ১১জন পুলিশ - ৪ জন |
১১ |
আর্থিক বিষয়(ভিকটিম প্রতি মাসিক খরচ) |
খাদ্য ও জ্বালানী : ৩০০০/= শিক্ষা সহায়ক উপকরণ ও খেলাধুলা সামগ্রী :২০০/= প্রশিক্ষণ (খন্ডকালীন শিক্ষকভাতাসহ) সাধারণ পোশাক পরিচ্ছদ :৩০০/= প্রশিক্ষণ :২৫০/= চিকিৎসা :১০০/= তৈল,সাবান, ফিনাইল,ব্লিচিং পাউডার ইত্যাদি : ১৫০/= মোট :৪০০০/= |
১২. প্রতিষ্ঠানের জনবলের বিবরণঃ
ক্র.নং |
পদের নাম |
মঞ্জুরীকৃত পদের সংখ্যা |
কর্মরত পদের সংখ্যা |
শুন্য পদের সংখ্যা |
মন্তব্য |
১ |
উপ-তত্ত্বাবধায়ক |
০১ |
০১ |
- |
|
২ |
খন্ডকালীন ডাক্তার |
০১ |
০১ |
- |
|
৩ |
অফিস সহাকারী কাম গুদাম রক্ষক |
০১ |
শুন্য |
০১ |
|
৪ |
নার্স |
০১ |
০১ |
- |
|
৫ |
ড্রাইভার |
০১ |
০১ |
- |
|
৬ |
প্রশিক্ষক |
০১ |
শুন্য |
০১ |
|
৭ |
নিরাপত্তা প্রহরী |
০১ |
০১ |
- |
|
৮ |
গার্ড |
০১ |
শুন্য |
০১ |
|
৯ |
আয়া |
০২ |
০১ |
০১ |
|
১০ |
বাবুর্চি |
০২ |
০১ |
০১ |
|
১১ |
পরিচ্ছন্নতা কর্মী |
০১ |
শুন্য |
০১ |
|
মোট |
১৩ |
০৭ |
০৬ |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS