বর্তমাণ নিবাসিদের মধ্যে অধিকাংশই বাক,শ্রবণ, মানসিক ও বু্দ্ধি প্রতিবন্ধী। আবাসনে সকল সুস্থ প্রতিবন্ধীদের সাথে একসংগে সকল বাক, শ্রবণ, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধিদের অবস্থান করতে হয়। জায়গা স্বল্পতার কারনে তাদের আলাদা আলাদা রাখা সম্ভব হয়ে ওঠেনা।ফলে সুস্থ নিবাসিরাও দিন দিন অসুস্থ হয়ে পড়ে। ভবিষতে যাতে প্রতিবন্ধি ও সুস্থ নিবাসিদের আলাদা আলাদা রাখা সম্ভব হয় তার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিবাসিরা যাতে একটা সুন্দর স্বাভাবিক পরিবেশে সবসময় অবস্থান করতে পারে সেটা নিশ্চিৎ করার পাশাপাশি নিবাসিদের পুনর্বাসন করার জন্য তাদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়ার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস