বাগেরহাট সেফহোম আসতে হলে আপনাকে প্রথমে বাগেরহাট দশানী মোড় পৌছাতে হবে। এরপর দশানী মোড় থেকে বাগেরহাট-রামপাল রোডে ৪৫০ মিটারে এগিয়ে গেলে পঁচাদিঘীর পাড়ে মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র(সেফ হোম), বাগেরহাট। খুলনা হতে আসতে হলে প্রথমে বাগেরহাটের কাটাখালী, নোয়াপাড়া মোড় হয়ে বাগেরহাট দশানী মোড় পৌছাতে হবে। ঢাকা হতে আসতে হলে সড়কপথে ঢাকা-খুলনা মহাসড়ক ধরে প্রথমে গোপালগন্জ, বাগেরহাট এর মোল্লাহাট উপজেলা হয়ে ফকিরহাট, এরপর নোয়াপাড়া মোড় থেকে বায়ে মোড় নিয়ে বাগেরহাট শহরের দিকে আসতে হবে এবং দশানী মোড় পৌছাতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস